৩০ জানুয়ারি ২০২৩ চবি কেন্দ্রীয় খেলার মাঠে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় কর্মচারী ইউনিয়নের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০:০০ টায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ আলী হোছাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আনিসুল আলম এবং চবি মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আবু তৈয়ব।
মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে কর্মচারী ইউনিয়নের সদস্যবৃন্দসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, কর্মচারীরা বিশ^বিদ্যালয়ের সহায়ক শক্তি। সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। তিনি বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে বিশ^বিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে পারস্পরিক দূরত্ব কমিয়ে নিজেদের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সৃষ্টির সুযোগ ঘটে। এগুলোর মাধ্যমে পাস্পরিক ভ্রাতৃত্ববোধ সৃষ্টি এবং বহুমুখী মানবিক গুণাবলী অর্জনের পথ সুগম হয়। মাননীয় উপ-উপাচার্র্য (একাডেমিক) ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুর ও মুর্চ্ছনায় মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) জাতীয় পতাকা, চীফ মেডিকেল অফিসার বিশ^বিদ্যালয় পতাকা, কর্মচারী ইউনিয়নের সভাপতি ইউনিয়নের পতাকা এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অলিম্পিক পতাকা উত্তোলন করেন। চবি কর্মচারী ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনাব নূরুল হুদার নেতৃত্বে ক্রীড়াবিদগণ মার্চপাস্টে অংশগ্রহণ করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন চবি কর্মচারী ইউনিয়নের সাধারণ সদস্য জনাব মাইনুল ইসলাম বাবু। মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) বিচারকদের পক্ষে চবি কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি জনাব মোঃ সুমন উদ্দীনকে এবং ক্রীড়াবিদদের পক্ষে কর্মচারী ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনাব নূরুল হুদাকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চবি কর্মচারী ইউনিয়নের সমাজকল্যান সম্পাদক জনাব মোঃ হেফাজতুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে চবি অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়নের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোঃ নাজিম উদ্দীন।