চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে সোমবার চট্টগ্রাম ওয়াসার পয়:নিস্কাষণ (স্যুয়ারেজ) প্রকল্পের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। মেয়র কার্যালয়ে এক সভায় প্রতিনিধি দল ওয়াসার চলমান পানি সংযোগ ও পয়:নিষ্কাষণ প্রকল্প বাস্তবায়নে চসিকের সাথে সমন্বয় পরিকল্পনা এবং এ প্রকল্প বাসÍবায়নে চসিকের সহযোগিতার কথা তুলে ধরেন। এসময় তারা চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মেয়রকে অবহিত করে জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম নগরীতে ওয়াসার সেবার পরিধি ও মান বৃদ্ধি পাবে। চলমান প্রকল্পটি বাস্তবায়নে দক্ষিণ কোরিয়া এবং চীনের দুটি প্রতিষ্ঠান কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, আবুল হাসনাত মো. বেলাল, ওয়াসিম উদ্দিন চৌধুরী, প্রকল্প পরিচালক মা ঝং সাই, প্রকৌশলী আখতারুজ্জামান প্রমুখ।