কথায় বলে- প্রেম কোনো বাধা মানে না। কোনো দূরত্ব মানে না। সাত সমুদ্র তেরো নদী পার করেও ছুটে যাওয়া যায় নিজের ভালবাসার মানুষটির কাছে। সেরকমই এক প্রেমকাহিনীর সাক্ষী থাকলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্য। সুইডেনের এক নারী যিনি তার মনের মানুষকে বিয়ে করতে ভারতে গিয়েছিলেন, তিনি প্রমাণ করেছেন যে প্রেমের কোনও সীমানা নেই। নিজের প্রেমকে পূর্ণতা দিতে প্রায় ৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এই সুইডিশ নারী।
ক্রিস্টেন লিবার্ট উত্তর প্রদেশের ইটা-র বাসিন্দা পবন কুমারকে বিয়ে করার জন্য ভারতে উড়ে এসেছিলেন, যার সাথে তার ফেসবুকে আলাপ হয়েছিল। এএনআই জানিয়েছে, গত শুক্রবার জেলার একটি স্কুলে হিন্দু রীতি অনুযায়ী দুজনের বিয়ে হয়। বিয়ের ভিডিওতে ভারতীয় বিয়ের পোশাক পরিহিত ক্রিস্টেন লিবার্ট এবং বরকে মালা বিনিময় করতে দেখা যায়। ২০১২ সালে ফেসবুকে পবন কুমারের সাথে পরিচয় হয় ক্রিস্টেনের। এর আগেও তিনি ভারতে গিয়েছিলেন।
বিয়ের পর ক্রিস্টেন জানাচ্ছেন -”আমি এর আগেও ভারতে গিয়েছি, আমি ভারতকে ভালোবাসি এবং এই বিয়েতে আমি খুব খুশি। ”দেরাদুন বিশ্ববিদ্যালয় থেকে বি টেক স্নাতক কুমার একটি ফার্মে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। বরের বাবা গীতম সিং বলেন, ‘সন্তানদের সুখেই আমাদের সুখ। ‘ যদিও গত সপ্তাহে, একজন ১৯বছর বয়সী পাকিস্তানি নারীকে বেঙ্গালুরুতে গ্রেপ্তার করা হয়েছিল যখন সে উত্তর প্রদেশের একজন পুরুষকে বিয়ে করার জন্য অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলো এই অভিযোগে। ইকরা জীবনী নামের ওই তরুণী গত বছর ভারত-নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তিনি একটি গেমিং অ্যাপের মাধ্যমে ২৫বছর বয়সী নিরাপত্তারক্ষী যাদবের সাথে পরিচিত হন , ক্রমেই প্রেমের বাঁধনে জড়িয়ে পড়েন যুগল। যদিও সেই প্রেম পরিণতি পায়নি। পিটিআই জানিয়েছে, পুলিশ পরিচয় জালিয়াতি এবং বেঙ্গালুরুতে বেআইনিভাবে থাকার অভিযোগে ইকরাকে গ্রেপ্তার করে ।