ঘন কুয়াশায় রোববার গত রাত সোয়া ১১টা থেকে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। মাঝ পদ্মায় আটকে আছে যানবাহন ও যাত্রী বোঝায় তিনটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ।
তিনি জানান, রোববার রাত ১০টার পর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। ফলে রাত সোয়া ১১টার দিকে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় তিনটি ফেরি যানবাহন ও যাত্রী সহকারে মাঝ নদীতে আটকে পড়ে।
ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে প্রায় দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। যানবাহন পারাপারের জন্য পাটুরিয়া দৌলতদিয়া বর্তমানে ১৫টি ফেরি প্রস্তত রাখা হয়েছে।