২৯ জানুয়ারি ২০২৩ চবি কেন্দ্রীয় খেলার মাঠে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় কর্মচারী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০:০০ টায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (রুটিন দায়িত্বপ্রাপ্ত) জনাব মাহবুব হারুন চৌধুরী। চবি কর্মচারী সমিতির সভাপতি জনাব মো. সুমন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আনিসুল আলম।
মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর ভাষণে কর্মচারী সমিতির সদস্যবৃন্দসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, সারা বছর কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের একঘেয়েমি কাটিয়ে উঠতে খেলাধুলা ও এর চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া, খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট থাকে। এ ক্রীড়া প্রতিযোগিতা কর্মচারীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে মর্মে মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) আশাবাদ ব্যক্ত করেন। তিনি ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুর ও মুর্চ্ছনায় মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) জাতীয় পতাকা, রেজিস্ট্রার (রুটিন দায়িত্বপ্রাপ্ত) বিশ^বিদ্যালয় পতাকা, কর্মচারী সমিতির সভাপতি সমিতির পতাকা এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অলিম্পিক পতাকা উত্তোলন করেন। কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জনাব মো. সরোয়ার হোসেন খোকনের নেতৃত্বে ক্রীড়াবিদগণ মার্চপাস্টে অংশগ্রহণ করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন সমিতির কৃতি ক্রীড়াবিদ জনাব ভূপাল কৃষ্ণ রুদ্র। মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) বিচারকদের পক্ষে চবি অফিসার সমিতির সহ-সভাপতি জনাব মীনা পারভীন হোসেনকে এবং ক্রীড়াবিদদের পক্ষে সমিতির সাধারণ সম্পাদক জনাব সরোয়ার হোসেন খোকনকে শপথ বাক্য পাঠ করান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সমিতির সমাজকল্যাণ ও সাংগঠনিক সম্পাদক জনাব নেয়ামত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন পর্ষদের ব্যক্তিবর্গ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়নের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির প্রচার সম্পাদক জনাব মো. ওসমান গণি।
চবি কর্মচারী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন