রাজশাহী শহরের ঐতিহ্যবাহী মাদ্রাসা ময়দানে আয়োজিত আওয়ামী লীগের জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বেরা সোয়া ৩টার দিকে তিনি সমাবেশমঞ্চে পৌঁছান। কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশ শুরু হয় এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।
এদিকে সকাল ১১টার মধ্যেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। রাজশাহী ও আশপাশের ৮টি জেলা ও উপজেলা থেকে বাস, ট্রাক ও ট্রেনে করে আসেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।