রাউজানে কৃষি জমি ও পুরাতন পুকুর ভরাট রাতের আধারে রাউজান উপজেলা প্রশাসনের অভিযান এক ব্যক্তি আটক
শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান এলাকায় সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন মুহরীর বাড়ীর উত্তর পাশে বিশাল আয়তনের কৃষি জমি ও কৃষি জমির পাশে পুরাতন একটি পুকুর রাতেই ড্রাম ট্রাক ভর্তি মাটি এনে ভরাট করছে । কৃষি জমি ও পুকুর মাটি ভরাট করার সময়ে রাতেই রাউজান থানা পুলিশ দুটি মাটি ভর্তি ড্রাম ট্রাক আটক করে রাউজান থানায় নিয়ে আসে। পুকুর ও জমি মাটি ভরাট করার সংবাদ পেয়ে গতকাল ২৭ ঝানুয়ারী শুক্রবার সকালে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার ঘটনাস্থলে উপস্থিত হয় । কৃষি জমি ভরাট কাজে থাকা এক শ্রমিককে আটক করে আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ ষিকদার । পুকুর জলাশয় ভরাট করা ও কৃষি জমি ভরাট করা নিষেধ করা হলেও রাতের আধারে প্রতিদিন রাউজানের বিভিন্ন এলাকায় চলছে পুকুর ও কৃষি জমি মাটি ভরাট । পুকুর ও কৃষি জমি মাটি ভরাট করে রাউজানের বিভিন্ন এলাকায় নির্মান করা হচ্ছে আবাসিক ও বাণ্যিজিক ভবন । রাউজানের পাহাড়ী এলাকার পাহাড়, টিলা ও কৃষি থেকে এসকেভেটার মেশিন দিয়ে মাটি কেটে ড্রাম ট্রাক ভর্তি করে প্রতিদিন রাতেই চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, আইলীখীল ও ওয়াহেদের খীল সড়ক, শহীদ জাফর সড়ক, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, চিকদাইর পাঠান পাড়া সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক, গশ্চি ভ্রাম্বন হাট সড়ক, অদুদিয়া সড়ক, পুর্ব রাউজান সুলতানুল আউলিয়া সড়ক, কদলপুর শমশের পাড়া সড়ক, খান বাহাদুর আবদুল জব্বার চৌধুরী সড়ক, পশ্চিম বিনাজুরী সড়ক সহ বিভিন্ন সড়ক দিয়ে এনে পুৃকুর জলাশয় ও কৃষি জমি ভর্টা করছে । এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে । রাউজানের বিভিন্ন এলাকার কয়েকজন স্থানীয় জনপ্রনিধি কৃষি জমি ও পুকুর জলাশয় ভরাট করার অনুমতির নামে হাতিয়ে নিচ্ছে টাকা । স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আতাত করে রাউজানের বিভিন্ন এলাকায় গড়ে উঠা মাটি খোকে সিন্ডিকেটের সদস্যরা পুকুর জলাশয় ও কৃষি জমি ভরাট করছে অবৈধভাবে । ্এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের কাছে জানতে চাইলে, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, রাউজানের পশ্চিম রাউজান এলাকায় কৃষি জমি ও পুকুর ভরাট কাজে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে । কৃষি জমি ও পুকুর ভরাট করার জন্য জরিমানা করা হবে । জরিমানা আদায় না করলে আটক ব্যক্তিকে জেলে পাঠানো হবে । কৃষি জমিতে ও পুকুর ভরাট কাজে যে মাটি ভরাট করা হয়েছে ঐ মাটি তুলে নিয়ে পুনরায় কৃষি জমি ও পুকুরে পরিণত করতে হবে ।
রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে দরিদ্র ছাত্রদের মধ্যে কম্বল বিতরন
রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী এলাকার দরিদ্র তরুন ছাত্রদের মধ্যে কম্বল বিতরন করেন। গতকাল ২৭ জানুয়ারী শুক্রবার সকালে রাউজান পৌরসভার ৯নং ওযার্ডের পমি।চম রাউজান চারা বটতল এলাকায় দরিদ্র তরুন শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরন কালে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবলীগ নেতা সেলিম উদ্দিন, মুন্সি মিজানুর রহমান সহ যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা ।
রাউজানের ডাবুয়ায় মেম্বার কার্যলয়ের নির্মান কাজ শুরু
রাউজান রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় ডাবুয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড কার্যালয় নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল হাসান বাহাদুর। উদ্বোধক ছিলেন ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মিঠু শীল, আজাদ সিকদার, আওয়ামীলীগ নেতা জাহেদ মুন্না, মো. আলী, নাজিম উদ্দিন,নুরুল আলম, উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোরশেদ আলম, আবুল হোসেন টিপু, সালাউদ্দিন, আনোয়ার, এমরান, আমান, আপন, মজিদ, রহিমসহ আরও অনেকে। উল্লেখ্য, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ইউপি সদস্য, কাউন্সিরের কার্যালয় নির্মাণের উদ্যোগ নেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। এরই ধারাবাহিকতায় ডাবুয়া ইউনিয়ন পরিষদের আওতায় ২নং ওয়ার্ডের জনসাধারণের নাগরিক সেবা নিশ্চিতকল্পে কার্যালয় স্থাপন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।