ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরবাজার এলাকায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত পরিচয়ের একজন নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ৫২ বছর।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, সড়ক পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় আনুমানিক ৫২ বছরের একজন মারা গেছেন।
তার নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটিও শনাক্ত করা যায়নি।
ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।