বন্দর থানার নিমতলা টার্মিনালে কাভার্ডভ্যানের সঙ্গে গলায় বেল্ট পেঁচিয়ে মো. জাহিদ নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত মো. জাহিদ ডবলমুরিং থানার আগ্রাবাদ এক নম্বর গলির মো. আলমের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক নুরুল আলম আশিক বলেন, গলায় বেল্ট পেঁচানো অবস্থায় জাহিদ নামে এক যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।