সিলেটের জৈন্তাপুরে চোরাকারবারি দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ৬ জনকে আটক করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, জৈন্তাপুরের বাইরাখেল সীমান্ত দিয়ে ভারতীয় গরু, মহিষ এবং ছাগল বাংলাদেশে নিয়ে আসাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের পর আহতদের মধ্যে ৮ জনকে স্থানীয় জনতা ঘটনাস্থল হতে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা হলেন-নিজপাট ইউনিয়নের বাইরাখেল গ্রামের ইদ্রিস আলীর ছেলে কয়েছ আহমদ, মৃত ইউসুফ আলীর ছেলে সিকন্দর আলী ও আলাই মিয়া, আব্দুল খলিলের ছেলে সুহেল আহমদ, হারিছ উদ্দিন, দেলোয়ার হোসেন, এখলাস উদ্দিন ও ফখরুল ইসলাম। এদের মধ্যে গুরুত্বর আহত কয়েছ আহমদ ও ফখরুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাতে এনে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে রাতে জৈন্তাপুর স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ। জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানিয়েছেন, বাইরাখেল এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষের ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। তবে সংঘর্ষের কারণ জানা যায়নি।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।