হাজার হাজার আশেক ভক্তদের অশ্রুসিক্ত নয়নে মাইজভান্ডার দরবার থেকে শেষ বিদায় দিলেন হজরত শাহাজাহান শাহ মাইজভান্ডারীকে
শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ জীবিত অবস্থায় অনেক বার মাইজভান্ডার দরবার শরীফে আসলে ও আল্লাহুর ডাকে সাড় দিয়ে ইহকাল ত্যাগ করার পর শেষ বারের মতো কফিনে করে মাইজভান্ডার দরবার শরীফ আসলেন হজরত শাহাজাহান চৌধুরী মাইজভান্ডারী । হাজার হাজার আশেক ভক্তের অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় দিলেন হজরত শাহাজাহন শাহ মাইজভান্ডারীকে । বিশ্ব অলী শাহান শাহ জিয়াউলহ মাইজভান্ডারীর ফয়েজপ্রাপ্ত ও ভাগ্নে হজরত শাহাজাহান চৌধুরী মাইজভান্ডারী গত ২৫ জানুয়ারী বুধবার ভোররাতে চট্টগ্রাম নগরীতে নিজ বাসায় মহান আল্লাহুর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন । হজরত শাহাজাহান শাহ চৌধুরী মাইজভান্ডারীর ইহকাল ত্যাগ করার সংবাদ পেয়ে হাজার হাজার আশেক ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। গতকাল ২৫ জানুয়ারী বুধবার বাদে আসর চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে হজরত শাহাজাহান শাহ চৌধুরী মাইজভান্ডারীর প্রথম জানাজার নামাজ অনুষ্টিত হয় । প্রথম জানাজার নামাজে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজাব রেজাউল করিম চৌধুরী, রাহেবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী সহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গতকাল ২৬ জানুয়ারী বৃহস্পতিবার বাদে জোহর মাইজভান্ডার দরবার শরীফের হক মঞ্জিলে হজরত শাহাজাহান চৌধুরী মাইজভান্ডারীর কফিন ফুলে সজ্বিত এ্যম্বুলেন্সে করে নিয়ে আসে । এসময়ে হাজার হাজার আশেক ভক্ত হজরত শাহাজাহান চৌধুরী মাইজভান্ডারীর কফিন বাহি গাড়ীতে তার চেহারা মোবারক দেখেন । হক মঞ্জিলে হজরত শাহাজাহান চৌধুরীর কফিনে মোড়ানে চেহারা মোবারক শেষ বারের মত্যে দেখে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান রাহেবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী । পরে মাইজভান্ডার শাহী মাঠে হজরত শাহাজাহান চৌধুরী মাইজভান্ডারীর ২য় জানাজার নামাজ অনুষ্টিত হয় । জানাজার নামাজে ইমামতি করেন উম্মূল আশেকিন মুনওয়ারা বেগম হেফজখানার শিক্ষক হাফেজ মাওলানা আবুল কালাম । জানাজার নামাজে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবছার উদ্দিন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবুৃ তৈয়ব সহ মাইজভান্ডার দরবারের বিভিন্ন মঞ্জিলেন আওলাদে পাক গন ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ নেতৃবকৃন্দ্ব উপস্থিত ছিলেন। পরে হজরত শাহাজাহান চৌধুরী মাইঝবান্ডারীর কফিন বাহী এ্যম্বুলেন্স তার পৈতৃক নিবাস ফটিকছড়ি সাহানগর এলাকায় নিয়ে যায় । ফটিকছড়ি শাহানগর এলাকায় তাকে দাফন করা হয় ।
রাউজানের উরকিরচরে আগুনে চার ঘর পুড়ে ছাই
রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সওদাগর পাড়া সফর আলী সওদাগরের বাড়ীতে অুিগ্নকান্ড সংগঠিত হয়েছে । গতকাল ২৬ জানুয়ারী বৃহস্পতিবার সন্দ্ব্যয় রাান্না ঘরের চুল থেকে অগ্নিকান্ডের সুতপাত হয় । আগুনে শুক্কুর ও বাহাদুর সহ চার সহোদর শুক্কুর, বাহাদুর, বাচা, ওমার ফারুকের টিনের ছাউনি ও বাশের বেড়ার ঘর মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায় । অগ্নিকান্ডে পরিবারের ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয় বলে ধারনা করছেন স্থানীয়রা । অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় বলে উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল জানান ।