ভয়াবহ ঠাণ্ডায় গত এক পক্ষকালে আফগানিস্তানে মারা গেছেন কমপক্ষে ১২৪ জন। ক্ষমতাসীন তালেবান সরকারের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন মিডিয়ার কাছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, এক দশকের মধ্যে সবচেয়ে ঠাণ্ডা আবহাওয়ায় এর বাইরে মারা গেছে প্রায় ৭০ হাজার গবাদিপশু। ওদিকে বেসরকারি সংগঠনগুলোতে আফগান নারীদের কাজ নিষিদ্ধ করেছে তালেবানরা। ফলে কয়েক সপ্তাহ ধরে সেখানে অনেক ত্রাণ বিষয়ক এজেন্সি তাদের কর্মকাণ্ড স্থগিত করেছে। তালেবান একজন মন্ত্রী বলেছেন, মানুষ মারা গেলেও এসব নিয়ম পরিবর্তন করা হবে না। দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মোল্লা মোহাম্মদ আব্বাস আখন্দ বিবিসিকে বলেছেন, আফগানিস্তানের বহু এলাকা এখনও পুরোপুরি বরফে ঢেকে আছে। উদ্ধারে পাঠানো হয়েছে সামরিক হেলিকপ্টার। কিন্তু বেশির ভাগ এলাকা পাহাড়ি হওয়ায় ওইসব হেলিকপ্টার অবতরণ করতে পারেনি। তিনি আরও বলেন, আগামী ১০ দিনের আবহাওয়ার পূর্বাভাসে ইঙ্গিত দেয়া হয়েছে যে, তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
তবে ক্রমবর্ধমান হারে মানুষ ও গবাদিপশু মারা যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।