রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধনের এক মাসের কম সময় পর আরও একটি স্টেশন চালু হয়েছে। আজ সকাল থেকে মিরপুরের পল্লবী স্টেশনে মেট্রোরেলের যাত্রাবিরতি শুরু হয়। এর মধ্য দিয়ে মিরপুরের যাত্রীদের দীর্ঘ অপেক্ষার অবসান হলো। তবে প্রথম দিনে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি। সহজেই যাত্রীরা টিকিট কেটে ট্রেনে চড়তে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।
মেট্রোরেলের কয়েকজন যাত্রী জানান, প্রথমদিকে মানুষ আসতো মেট্রোরেলে ঘুরতে। আগারগাঁও বা উত্তরা স্টেশন চালু হওয়ার পর দর্শনার্থীর সংখ্যাই ছিলো বেশি। আমরা এখন যারা চড়ছি তারা বেশিরভাগ অফিসগামী যাত্রী। দর্শনার্থীর সংখ্যা কম বলেই যাত্রীর চাপ কম।
উল্লেখ্য, ২৮শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন উত্তরা থেকে টিকিট কেটে প্রথম যাত্রী হিসেবে মেট্রো রেলে চড়ে আগারগাঁও স্টেশনে আসেন তিনি। পরদিন ২৯শে ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে মেট্রোরেলের যাত্রী পরিবহন শুরু হয়।