শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প বলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার নগরীর ব্রাইট স্টার স্কুলের উদ্বোধনের পর বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শিক্ষার্থীদের সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের একাডেমিক বই পড়ানোর পাশাপাশি মুক্তিযুদ্ধের গল্প বলতে হবে। শিশুরা তাদের প্রখর কল্পনাশক্তির মাধ্যমে অনুধাবন করবে কীভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর বাঙালিরা তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দিয়েছে।
আমি ব্যক্তিগতভাবে সামসুন নাহার হারুন পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে গিয়ে অনুধাবন করেছি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন একটি শিক্ষিত দেশপ্রেমিক ছাত্রসমাজ। এজন্য শিক্ষক-অভিভাবকদের কেবল ভালো ফলাফল নয় ভালো মননের শিক্ষার্থী গড়ে তুলতেও কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন-কাউন্সিলর হাজী নুরুল হক, প্রফেসর প্রদীপ চক্রবর্তী, সাবেক কামিশনার পেয়ার মোহাম্মদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনাতে হবে: মেয়র

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন