পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার মোহাম্মদ কায়েস হত্যার ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৩ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) স্পিনা রানী প্রামাণিক।
এর আগে গত শনিবার (২১ জানুয়ারি) সকালে কর্ণফুলী উপজেলার সিডিএ আবাসিক এলাকায় সড়কের পাশ থেকে মোহাম্মদ কায়েসের মরদেহ উদ্ধার করেছিল কর্ণফুলী থানা পুলিশ। কায়েসকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে ধারণা করেছিল পুলিশ।
তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্পিনা রানী প্রামাণিক জানান, সিডিএ আবাসিক এলাকায় ক্লুলেস কায়েস হত্যা মামলার রহস্য উৎঘাটন করা হয়েছে। হত্যাকান্ডে সরাসরি জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় মনসুরাবাদ নগরের ডিবি বন্দর ও পশ্চিম বিভাগের কনফারেন্স রুমে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।