চাকসুর সাবেক ভিপি, মুক্তিযুদ্ধকালীন হাটহাজারী থানা কমান্ডার , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সিনেট ও সিন্ডিকেট সদস্য, বীরমুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেছেন, হাটহাজারীতে মুক্তিযোদ্ধের সময় জাগৃতির অনেক অবদান ছিল।তিনি বলেন ক্লাবের সদস্যরা বিভিন্ন দূর্যোগের সময় মানুষের পাশে থেকে কাজ করে গেছে।খেলাধুলায় ও ক্লাবের অবদান রয়েছে উল্লেখ করে বলেন,আগামীতে মাদক ও বিভিন্ন অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা করতে জাগৃতি সদস্যদের এগিয়ে আসতে হবে।তিনি গতকাল সোমবার উত্তর চট্টলার ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান জাগৃতির নবনির্বাচিত নেতৃবৃন্দের ফুলেল শুভেচছা ও সৌজন্য সাক্ষাৎ কালে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জাগৃতির সভাপতি ইফতেখার উদ্দিন মো. আলমগীর, সাবেক সভাপতি মোস্তফা কামাল মঞ্জু, সহ-সভাপতি মো. বোরহান উদ্দিন চৌধুরী, উপ সহ সভাপতি মো. জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক আবুল কালাম বাছিক, যুগ্ম সম্পাদক হাদী মো. জমির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মো. রায়হান,গণসংযোগ ও প্রচার সম্পাদক মো. আবু তাহের, ক্রীড়া সম্পাদক মো. আরফানুল হক বাদল পাঠাগার সম্পাদক সাকিব প্রমুখ।
মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে জাগৃতি সদস্যদের এগিয়ে আসতে হবে

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন