ডুমুরিয়ার থানা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়ার ৪ বছর পর প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেয়েছেন মা। এমনই ঘটনা ঘটেছে ডুমুরিয়ায়।
জানা যায়, দিনাজপুর জেলার সদর উপজেলার বড় বন্দর এলাকার বিরেন চন্দ্র রায়ের পুত্র সুকুমার রায় (৩৪) একজন মানসিক প্রতিবন্ধী। এক মেয়ে সন্তানের পিতা। সঙ্গদোষে হয়ে পড়েন মাদকাসক্ত। পরবর্তীতে হয়ে যায় মানসিক রোগী। চিকিৎসার জন্য ভর্তি করা হয় পাবনা মানসিক হাসপাতালে । সেখানেও সুস্থ না হওয়ায় ফিরিয়ে নিয়ে আসেন বাড়িতে। ৪ বছর আগে বাড়ি থেকে হারিয়ে যায় সুকুমার। গত বিশ মাস আগে দিনাজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবারের পক্ষ থেকে। অন্যদিকে সুকুমারের স্ত্রী স্বামীকে গুম করার মামলা করেন পরিবারের লোকদের বিরুদ্ধে।
এমনিভাবেই কান্নাজড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন মানসিক প্রতিবন্ধী সুকুমারের মা মালতি রানী রায়। জানা যায়, গত ১৯শে জানুয়ারি উপজেলার খর্ণিয়া এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা চোর সন্দেহে আটক করে পুলিশে সোপর্দ করে সুকুমারকে। জিজ্ঞাসাবদের এক পর্যায়ে সন্দেহ হয় সে চোর না মানসিক রোগী।
অধিকতর খোঁজ নেয়া শুরু করেন তদন্তকারী কর্মকর্তা। এক পর্যায়ে জানতে পারেন তার বাড়ি দিনাজপুর জেলার সদর উপজেলাতে। থানা পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয় দিনাজপুরের সদর উপজেলায় এবং পুলিশ জানতে পারে সুকুমার নামে হারিয়ে যাওয়া একটি সাধারণ ডায়েরি রয়েছে। পরবর্তীতে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় পরিবারকে সংবাদ দেয়া হলে ডুমুরিয়া থানাতে হাজির হয়ে গত রোববার মানসিক প্রতিবন্ধী ছেলেকে গ্রহণ করে বুকে জড়িয়ে ধরেন মা। এসময় উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন । এই সার্বিক কাজের তদারকি করেন থানা পুলিশের ওসি (তদন্ত) মুক্ত রায় চৌধুরী পিপিএম।