ফরচুন বরিশাল-ঢাকা ডমিনেটর্সের ম্যাচ দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব। দু’দিন বিরতি দিয়ে আজ ঢাকায় ফিরছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটর্সের মোকাবিলা করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় দফায় ঢাকা পর্ব শুরুর আগে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের প্রথম পর্বে শতভাগ সাফল্য পায় তারা। টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে চট্টগ্রাম পর্বে অংশ নেয় মাশরাফি বিন মুর্তজার দল। চট্টগ্রামে দুই ম্যাচ খেলে একটিতে হারে সিলেট। যদিও এই হারে শীর্ষ স্থান হারায়নি স্ট্রাইকাররা। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট সিলেটের।
টেবিলের দুইয়ে থাকা ফরচুন বরিশালের পয়েন্টও ১০। নেট রান রেটের হিসাবে এগিয়ে সিলেট। বরিশালের রান রেট ০.৯৮২। সিলেটের রান রেট ১.৩৩২। চট্টগ্রাম পর্বে শতভাগ সাফল্য পায় সাকিব আল হাসানের দল। সিলেটের কাছে হার দিয়ে বিপিএল শুরু করা বরিশাল নিজেদের শেষ পাঁচ ম্যাচের সবকটি জিতেছে। টানা দুই হারে ঢাকা পর্ব শেষ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রামেও নিজেদের প্রথম ম্যাচে হেরে যায় কুমিল্লা। টানা তিন হারের পর ঘুরে দাঁড়ায় ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি। জিতে নেয় টানা তিন ম্যাচ। দারুণ প্রত্যাবর্তনে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে ভিক্টোরিয়ান্স। ৬ ম্যাচে তিন জয় ও তিন হারে ৬ পয়েন্ট কুমিল্লার। চট্টগ্রামে তিন ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরে যায় ইয়াসির আলী রাব্বির দল। দ্বিতীয় ম্যাচে রংপুরকে হারিয়েই জয়ে ফেরে খুলনা। তৃতীয় ম্যাচে খুলনার শিকার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে খুলনা টাইগার্স। সমান পয়েন্ট নিয়ে পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নেট রান রেটের হিসাবে এই ক্রম। খুলনার -০.০০৬, রংপুরের -০.৫২৩ এবং চট্টগ্রামের -০.৮০২ রান রেট। বিপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে ঢাকা ডমিনেটর্স। খুলনা টাইগার্সকে হারিয়ে আসর শুরু করা দলটি এরপর হেরেছে টানা পাঁচ ম্যাচে। ৬ ম্যাচে ১ জয় ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে সপ্তম নাসির হোসেনের নেতৃত্বাধীন ঢাকা ডমিনেটর্স। দলটির নেট রান রেট -১.০৮১। ঢাকার পর সিলেট পর্বে পয়েন্ট টেবিলে অভাবনীয় পরিবর্তন না ঘটলে সেরা চারে থাকার সম্ভাবনা শূন্যের ঘরে ঢাকা ডমিনেটর্সের। পাঁচটি করে জয় পাওয়া সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশালের নকআউট পর্বের সম্ভাবনা বেশ উজ্জ্বল। বাকি দুই পজিশনের জন্য লড়বে কুমিল্লা, খুলনা, রংপুর ও চট্টগ্রাম। নকআউট পর্বের আগে বিপিএলের ২২টি ম্যাচ বাকি আছে। বিপিএলের শুরুর ২০ ম্যাচ শেষে সর্বোচ্চ রানের মালিক ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের সংগ্রহ ২৭৫ রান। তালিকার দুইয়ে থাকা ঢাকা ডমিনেটর্স অধিনায়ক নাসির হোসেনের রান ২৬৯। তিনে বরিশালের আরেক ব্যাটার ইফতেখার আহমেদ। ২৫৬ রান করেছেন তিনি। সর্বোচ্চ উইকেট খুলনা টাইগার্স পেসার ওয়াহাব রিয়াজের। ৫ ম্যাচে ১২৭ রান দিয়ে ১১ উইকেট শিকার এ পাকিস্তানি পেসারের। সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় দুইয়ে সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৬ ম্যাচে ১৩৫ রান দিয়ে ৯ উইকেট নেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তিনে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনার তানভির ইসলামের শিকার ৮ উইকেট।