চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আজ রোববার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যোগদানের পর তিনি সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে সাক্ষাত করে তাঁর দায়িত্বভার বুঝে নেন। পরে তিনি চসিকের বিভাগীয় ও শাখা প্রধানগণের সাথে সাক্ষাত করেন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়তে যাচ্ছেন তার অংশ হিসেবে চসিককে আধুনিক ও উন্নত প্রতিষ্ঠানে পরিণত করতে মেয়র মহোদয়ের নির্দেশক্রমে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করে যাবো।
চসিকে নতুন যোগদানকৃত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাপানের ইন্সটিটিউট অফ ডেভেলপিং ইকোনমিস এডভান্সড স্বুল থেকে পিজিডি ডিগ্রি এবং যুক্তরাজ্যের সাউথ ব্যাংক ইউনির্ভাসিটি থেকে ডেভলপমেন্ট স্ট্যাডিজে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পূর্বে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাহারাইন দূতাবাসে প্রথম সচিবসহ জাতিয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেন।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামের যোগদান

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন