শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় ফসলী জমিতে বোরো ধানের চারা রোপন করার ধুম পড়েছে । উপজেলার হলদিয়া ইউনিয়নের বৃন্দ্বাবনপুর, বৃকবানপুর,গলাচিপা, জানিপাথর, এয়াসিন নগর, গজর্নিয়া, উত্তর সর্তা, দক্ষিন ক্ষিরাম, হলদিয়া, বানারস, সিংহরিয়া, উত্তর আইলী খীল, ডাবুয়া ইউনিয়নের লাঠিছড়ি, পশ্চিম ডাবুয়া, পুর্ব ডাবুয়া, সুড়ঙ্গা, হাসান খীল, কেউকদাইর, হিংগলা, মেলুয়া, কলমপতি, দক্ষিন হিংগলা, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পুর্ব রাউজান, কাজী পাড়া, ঢালার মুখ, পশ্চিম রাউজান, আইলী খীল, ওয়াহেদের খীল, পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়া পাড়া সাপলঙ্গা, সাহানগর, দলিলাবাদ, ছত্র পাড়া, শরীফ পাড়া, হাজী পাড়া, ৬ নং ওয়ার্ডের সুলতানপুর ছিটিয়া পাড়া, ৪ নং ওয়ার্ডের সুলতানপুর কাজী পাড়া, পশ্চিম সুলতানপুর, ৩ নং ওয়ার্ডের পুর্ব গহিরা, গহিরা, ২ নং ওয়ার্ডের দক্ষিন গহিরা, গহিরা মোবারখীল, চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্ত্,া পাঠান পাড়া, গহিরা ইউনিয়নের দলই নগর, কোতায়ালী ঘোনা, নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর, নদীমপুর, পশ্চিম ফতেহ নগর, ৭নং রাউজান ইউনিয়নের পশ্চিম রাউজান, পুর্ব রাউজান, রানী পাড়া, শমশের নগর, কেউটিয়া, খলিলাবাদ, কদলপুর ইউনয়নের কালকাতর পাড়া, শমশের পাড়া, দক্ষিন শমশের পাড়া, ভোমর পাড়া, পশ্চিম কদলপুর, বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা, ইদিলপুর, পশ্চিম বিনাজুরী, জাম্মইন, পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, মহামুনি এলাকার ফসলী জমিতে বোরো ধানের চারা রোপন শুরু করেছে এলাকার কৃষকেরা । রাউজানের রাউজান ইউনিয়নের মঙ্গলখালী, মোহাম্মদপুর, পাহাড়তলী ইউনিয়নের খৈয়া খালী, বদুপাড়া, দেওয়ানপুর, বাগোয়ান ইউনিয়নের গশ্চি, পাচঁখাইন, কোয়ে পাড়া, নোয়াপাড়া ইউনিয়নের পটিয়া পাড়া, সামমাহলদও পাড়া কচুখাইন, উরকিরচর ইউনিয়নের উরকিরচর, হারপাড়া, মীরা পাড়া, পুর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা, আধার মানিক, হোয়ারা পাড়া, বড়ঠাকুর পাড়া, পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া, ডোমখালী, মগদাই, বদুপাড়া, রাউজান পৌরসভার পশ্চিম গহির্ াএলাকায় এখনো ফসলী জমিতে বোরো ধানের চালা রোপন শুরু হয়নি । আগামী কয়েকদিনের মধ্যে ঐ সব এলাকায় ফসলী জমিতে বোরো ধানের ছারা রোপন শুরু করবে বলে কৃষকেরা জানান । রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন জানান, রাউজানে শুস্কত মৌসুমে ৬ হাজার ৩শত হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদেল লক্ষ্যমাত্রা রয়েছে । এ পর্যন্ত রাউজানের বিভিন্ন এলাকায় ১ হাজার ৪শত ৫০ হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপন করা হয়েছে । এবৎসর লক্ষ্যমাত্রার চেয়ে বেশী জমিতে বোরো ধানের চাষাবাদ হবে বলে কৃষকদের সাথে কথা বলে ধারনা পাওয়া গেছে । রাউজানের সংসদ সদস্য রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায় রাউজানে বোরো ধানের চাষাবাদ করার জন্য ৩ হাজার ৪শত ২০ জন কৃষককে বিনা মুল্যে উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ দেওয়া হয়েছে । ১ হাজার ৮শত জন কৃষককে উপশী ধানের বীজ ও সার বিনা মুল্যে দেওয়া হয়েছে । রাউজানের সংসদ সদস্য রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী বোরো ধানের চাষাবাদ বাড়াতে কৃষকদের কৃশি উপকরন সহ বিভিন্ন প্রকার সহায়তা করছে । ছবির ক্যাপশনঃ রাউজানের বটপুকুরিয়া হজরত গোলামুর রহমান বাবা ভান্ডারীর আস্তানা শরীফ ও হজরত নজির আহম্মদ শাহ মাজার রাউজানের বটপুকুরিয়া হজরত নজির আহম্মদ শাহ ওরশ অনুষ্টিত শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি ঃরাউজানের হলদিয়া ইউনিয়নের বৃন্বাবনপুর বটপুকুরিয়া দরবার শরীফে হজরত নজির আহম্মদ শাহ ৪৭ তম ওরশ শরীফ অনুষ্টিত হয় । গত ২১ জানুয়ারী শনিবার বটপুকুরিয়া দরবার শরীফে হজরত নজির আহম্মদ শাহ (রহঃ) এর ওরশ উপলক্ষে খতমে কোরান মিলাদ মাহফিল ও সেমা মাহফিলের আয়োজন করা হয় । মাহফিল শেষে আগত আশেক ভক্তদের মধ্যে তবরুক বিতরন করা হয় । ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন মেম্বার জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, ফিরোজ আহম্মদ প্রমুখ । মাহফিল শেষে দেশ ওজাতির কল্যান কামনা করে মোনাজাত করেন আল্লামা সৈয়দ মোহাম্মদ মহসিন ।
রাউজানে বোরো ধানের চারা রোপন শুরু

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন