অ্যাপোলা ১১ মিশনে চাঁদে পা রাখা দ্বিতীয় মানুষ, কিংবদন্তি বাজ অলড্রিন তার ৯৩তম জন্মদিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি বলেছেন, দীর্ঘদিনের গার্লফ্রেন্ড আনকা ফাউর’কে শুক্রবার বিয়ে করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, বাজ অলড্রিন ভেঞ্চারস-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আনকা ফাউর। তারা একটি প্রাইভেট অনুষ্ঠানে বিয়ে করেছেন। উল্লেখ্য আনকা ফাউরের বয়স ৬৩ বছর। তাদের যৌথ ছবি দিয়ে টুইটারে অলড্রিন লিখেছেন, আমার ৯৩তম জন্মদিনে এই ঘোষণা দিতে পেরে আনন্দিত যে, আমার দীর্ঘদিনের ভালবাসা ড. আনকা ফাউর এবং আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এ জন্য লস অ্যানজেলেসে একটি ছোট্ট প্রাইভেট অনুষ্ঠান হয়েছে। আমরা এখন টিনেজারদের মতো উদ্বেলিত।
লিঙ্কডইন প্রোফাইলে বলা হয়েছে, আনকা ফাউর ইউনিভার্সিটি অব পিটার্সবুর্গ থেকে ১৯৯৬ সালে কেমিকেল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। বাজ অলড্রিন ভেঞ্চারস-এ যোগ দেয়ার আগে তিনি কাজ করেছেন ইউনিয়ন কারবাইড এবং জনসন ম্যাথি’তে।
ক্যালিফোর্নিয়া হাইড্রোজেন বিজনেস কাউন্সিলের কোষাধ্যক্ষ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।
বাজ অলড্রিন এর আগে তিনটি বিয়ে করেছিলেন। কিন্তু সব বিয়েই বিচ্ছেদে শেষ হয়েছে। উল্লেখ্য, অ্যাপোলো ১১ মিশনে যে তিন সদস্য চাঁদে অভিযান চালান তার মধ্যে সর্বশেষ বাজ অলড্রিন বেঁচে আছেন। ১৯৬৯ সালের ২০শে জুলাই প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন নিল আর্মস্ট্রং। দ্বিতীয় বাজ অলড্রিন। আর মাইকেল কলিন্স ছিলেন মডিউল কমান্ডে। তার ক্রুমেটরা এ সময় চাঁদের বুকে পায়চারী করেন। কলিন্স মারা গেছেন ২০২১ সালের এপ্রিলে। আর্মস্ট্রং মারা গেছেন ২০১২ সালে।
নাসা থেকে ১৯৭১ সালে অবসরে যাওয়ার পর বাজ অলড্রিন মহাকাশ গবেষণার একজন শক্তিশালী পরামর্শক হয়ে ওঠেন। অ্যাপোলে ১১ নভোযান চাঁদের যেখানে অবতরণ করেছিল, সেখানে একটি পাথরের নামকরণ করা হয়েছে তার নামে।