কর্ণফুলী উপজেলার সিডিএ আবাসিক এলাকায় রাস্তার পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওই যুবকের নাম মোহাম্মদ কায়েস (৩৩)।
তিনি পটিয়ার জিরি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কৈয়গ্রাম এলাকার আবু তাহেরের ছেলে।
শনিবার (২১ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আবাসিক এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে খুন করে মরদেহটি ফেলে গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।