লোহাগাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি এলজিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার ও একটি সিএনজি জব্দ করা হয়।
শুক্রবার (২০ জানুয়ারি) ভোরে লোহাগাড়ার সদর ইউনিয়নের নেয়াজের টেক মজিদার পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মো. মানিক বিশ্বাস (৪০), মো. হোসেন ওরফে জাকির হোসেন (৩৮) ও মো. আলমগীর (৫০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেলে ৭ জন পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় গ্রেফতার ৩ জনের দেহ ও ব্যবহৃত সিএনজি তল্লাশি করে একটি এলজি, চাকু, ৩টি কিরিচসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, গ্রেফতার তিনজনসহ অজ্ঞাতনামা আরও ৭ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।