চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে দু’দিন ব্যাপি (১৮-১৯ জানুয়ারি) অনুষ্ঠিত কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৯ জানুয়ারি ২০২৩ তারিখ সুসম্পন্ন হয়েছে। বিকেল ৫:০০ টায় এ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) চবি ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর বেনু কুমার দে।
মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের হলসমূহের ক্রীড়াসহ কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত সুষ্ঠুভাবে সুসম্পন্ন হওয়ায় বিশ^বিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ ও ক্রীড়া প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান। একইসাথে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানান এবং যারা জয়ী হতে পারেনি তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ক্রীড়া প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণই বড়। মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) শিক্ষার্থীদেরকে নিয়মিত ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহবান জানান।
এবারের ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে চবি আলাওল হল ৫৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, চবি শাহ আমানত হল ৩৪ পয়েন্ট পেয়ে রানার আপ, ১৫ পয়েন্ট পেয়ে মোহাম্মদ সজীব ব্যক্তিগত চ্যাম্পিয়ন এবং বিশ^জিৎ রায় দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেন। ছাত্রীদের মধ্যে চবি প্রীতিলতা হল ৩৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ২৮ পয়েন্ট পেয়ে রানার আপ এবং নুসরাত জাহান তৃণা দ্রুততম মানবী ও ১৬ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, আইকিউএসি এর পরিচালক, কলেজ পরিদর্শক, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, হলসমূহের আবাসিক শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন পার্থ প্রতীম মহাজন।