আবারও লিওনেল মেসির মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের দুই ক্লাব আল নাসর এবং আল হিলালের সম্মিলিত দলের হয়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে খেলবেন পর্তুগিজ সুপারস্টার। প্রীতি ম্যাচটিতে অ্যারাবিয়ান স্কোয়াডের নেতৃত্ব দেবেন রোনালদো।
আগামী ১৯শে জানুয়ারি সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে রিয়াদ সেশন কাপ নামের ম্যাচটি অনুষ্ঠিত হবে। সোমবার রোনালদোকে নাসর-হিলাল দলের অধিনায়ক ঘোষণা করেন সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) চেয়ারম্যান তুর্কি আল শেখ। রোনালদোকে আর্মব্যান্ড পরিয়ে দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি।
বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে আল নাসর এফসিতে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদির ক্লাবটিতে আড়াই বছর খেলবেন তিনি। নাসরে যোগ দেয়ার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও অভিষেক হয়নি রোনালদোর। অর্থাৎ, পিএসজির বিপক্ষে ম্যাচ দিয়ে সৌদি ফুটবলে অভিষেক হবে পাঁচ ব্যালন ডি’অরের মালিকের। মূলত ইংলিশ প্রিমিয়ার লীগে পাওয়া নিষেধাজ্ঞার জেরেই নাসরের গত দুই ম্যাচে খেলতে পারেননি রোনালদো। গত এপ্রিলে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন এক এভারটন ভক্তের ফোন ভাঙেন রোনালদো।
এতে পর্তুগিজ তারকাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয় ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। যা বহাল আছে সৌদি প্রো লীগেও।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছাড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। এতে লিওনেল মেসির সঙ্গে পর্তুগিজ সুপারস্টারের নিত্য লড়াইয়ের ইতি ঘটে। ২০২০-২১ চ্যাম্পিয়নস লীগের গ্রুপপর্বে দেখা হয় বার্সেলোনা-জুভেন্টাসের। সেটিই ছিল রোনালদো ও মেসির সবশেষ মুখোমুখি লড়াই। বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচটিতে মেসি-রোনালদো মুখোমুখি হলে এটি হবে তাদের ৩৭তম লড়াই। স্প্যানিশ লা লিগায় ১৮ বার, চ্যাম্পিয়নস লীগে ৬ বার, কোপা দেল রে’তে ৫ বার এবং দু’বার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দেখা হয়েছে তাদের। এতে ২২ গোল করে ১৬ জয় পান মেসি। ২১ গোল করা রোনালদোর জয় সংখ্যা ১১।