বঙ্গবন্ধুকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় সংখ্যালঘুদের স্বাধীনভাবে ধর্ম চর্চার পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন।
সোমবার ফিরিঙ্গি বাজার সেবক কলোনীতে অষ্টপ্রহর মহোৎসব ও মহতী ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরেই প্রথম সংবিধানের মাধ্যমে সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গঁবন্ধুকে হত্যার মধ্যদিয়ে অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করা হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকার গঠন করার পর সেই হারানো চেতনা ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালান। শেখ হাসিনার একটি স্লোগান ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম যার যার উৎসব সবার। এই চেতনার ভিত্তিতে আজ দেশ এগিয়ে যাচ্ছে। এসময় প্রধানমন্ত্রীর অনুদানে সেবকদের আবাসন প্রকল্পের কাজ দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশনা দেন ভারপ্রাপ্ত মেয়র।
অভয়মিত্র ঘাট চত্বরে সুজন দাশের সভাপতিত্বে মহতী ধর্ম সভায় আরো বক্তব্য রাখেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নুর মোস্তফা টিনু, ভারপ্রাপ্ত প্রধান সর্দার সুরেশ দাশ, সর্দার মহাবীর দাশ, সর্দার রতন, হরিচাদ সর্দার, বলরাম সর্দার, সেবক কলোনীর সাবেক সভাপতি দিলীপ প্রসাদ দাশ, ওম প্রকাশ দাশ খোকন, রনি দাশ, যতন দাশ প্রমুখ।
অসাস্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন