খুলশী থানার মাদকের মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (১৬ জানুয়ারি) ৫ম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়ার খুটাখালী ইউনিয়নের পশ্চিম পাড়ার আবদুচ সাত্তারের ছেলে সৈয়দ হোছন বাদশা (৪১) ও একই থানার ডুলাহাজারা ইউনিয়নের কোনাপাড়ার নুর মোহাম্মদের ছেলে মো. আবু তাহের (৩৭)। এছাড়া মামলায় খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, বান্দরবন জেলার লামার ফাসিয়াখালী এলাকার নুরুল ইসলামের ছেলে নুরুল আমিন প্রকাশ সাইফুল (৪১)।
মামলার নথি থেকে জানা যায়, নগরের খুলশী থানার আমবাগান এলাকা থেকে ২০২০ সালের ২২ জানুয়ারি রাতে সৈয়দ হোছন বাদশা ও মো. আবু তাহেরকে আটক করে পুলিশ । এসময় তাদের শরীরে তল্লাশি করে ২৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. আফতাব হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি ৩ আসামির বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়। এই মামলায় আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি সৈয়দ হোছন বাদশা ও মো. আবু তাহেরকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আসামিরা এসময় আদালতে উপস্থিত ছিলেন।
এছাড়া নুরুল আমিন প্রকাশ সাইফুল নামে এক আসামির বিরুদ্ধে অনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।