বিপিএলে টানা তৃতীয় জয় তুলে নিলো ফরচুন বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল। বরিশালের দেওয়া ১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কুমিল্লার ইনিংস থেমেছে ১৬৫/৭-এ।
২৭ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন খুশদিল শাহ। পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার ৪ ছক্কা ও একটি চার হাঁকান। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে ওপেনার লিটন দাসের ব্যাট থেকে। অধিনায়ক ইমরুল কায়েস করেন ২৮ রান।
দারুণ ব্যাটিংয়ের পর বল হাতে কিপ্টে ছিলেন সাকিব। ৩ ওভারে ১১ রান দিয়ে তুলে নেন এক উইকেট।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাকিবের বিধ্বংসী ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭৭ রান তোলে বরিশাল।
দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় ফরচুন বরিশাল। ৯ বলে ৬ রানে আউট হন মেহেদী হাসান মিরাজ। এনামুল হক বিজয়ের সংগ্রহ ২০ বলে ২০ রান। ১২ বলে ২ চার ও ২ ছক্কায় ২১ রান করেন চতুরাঙ্গা ডি সিলভা।
চতুর্থ উইকেটে নেমে তাণ্ডব চালান বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। ৪৫ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়া ইবরাহিম জাদরান ২৭ এবং ইফতেখার আহমেদ ৫ রান করেন।
বল হাতে আলো ছড়ান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তানভির ইসলাম। ৪ ওভারের ৩৩ রান দিয়েন ৪ উইকেট নেন তিনি।