নিজ বিদ্যালয় নিয়ে গান গাইলেন পিজিত,আনন্দিত শিক্ষক রা। প্রথমবারের মত এক সাথে গাইলেন পিজিত মহাজন,অন্যন্যা আচার্য্য। গানের কথা লিখেছেন হুমায়ুন চৌধুরী।সুর,সংগীত রপতনু রুপু।
প্রকাশিত হবে পিজিত মহাজনে অফিসিয়ালে। আগামী ১৭জানুয়ারী। পিজিত জানান,বিদ্যালয় কে নিয়ে গান সব সময় স্পেশাল। রাজানগর আর এ বি এম উচ্চ বিদ্যালয়। যে বিদ্যালয়ে আমার সংগীতের শুরু হয়েছি। সেখান কার প্রাক্ষন ছাত্রছাত্রীদের পূর্মিলনী উপলক্ষে এই গানের আয়োজন। গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওর নির্দেশনা দিয়েছেন পিজিত।