রাউজানের প্রাচীন বিদ্যাপিঠ অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান
শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজানের প্রাচীন বিদ্যাপিঠ আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান। বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান থেকে সংম্বর্ধনা দেয়া হবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র একুশে পদকপ্রাপ্ত দুই কৃতি ড. প্রণব কুমার বড়ুয়া ও অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া ও দেশ বিদেশে সরকারি ও আর্ন্তজাতিক পরিমণ্ডলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবীধারী ১০ ডক্টরেট ডিগ্রীধারীসহ ১৩ কৃতিকে। বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানটি কাল জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উদ্বোধন করবেন একুশে পদকে ভুষিত বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রাক্তন ছাত্র ড.প্রণব কুমার বড়ুয়া। সভাপতিত্ব করবেন উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। গতকাল ১২ জানুয়ারি বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে অনুষ্ঠানসূচির বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির সচিব অঞ্চল কুমার তালুকদার। এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ত্রিদীপ কুমার বড়ুয়া, দিলীপ কুমার বড়ুয়া, মোহাম্মদ আলী জিন্নাহ, রবিন্দ্র লাল বনিক, অসীম কুমার বড়ুয়া, অনুপম কুমার বড়ুয়া, রূপতি রঞ্জন বড়ুয়া,রূপায়ন বড়ুয়া কাজল, অধ্যাপক প্রিয়াতোষ বড়ুয়া, খগেন্দ্র লাল বড়ুয়া, অজিত কুমার বড়ুয়া, লিটন দে, বিমল বড়ুয়া, প্রণব কুমার বড়ুয়া, শিমুল বড়ুয়া, সুমেধ বড়ুয়া প্রমুখ।
রাউজানে পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সহ মাদক ব্যবসায়ীরা ধরা পড়লে ও মাদক ব্যবসা বন্দ্ব হয়নি দু মাদক ব্যবসায়ীকে পাহাড়ী চোলাই মদ ও ইয়াবা সহ আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ
রাউজানে একের পর এক মাদক ও সন্ত্র্সাী কার্যকলাপ বিরোধী অভিযান করলেও মাদক ব্যবসা আইন শৃংখলা রক্ষা বাহিনীর চেখেকে ফাকিঁ দিয়ে চলছে মাদক ব্যবসা দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যবলেট ও পাহাড়ী চোলাই মদ সহ হলদিয়া আমির হাট থেকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ । রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের আমির হাট, উত্তর সর্তা, বৃকবানপুর, দক্ষিন ক্ষিরাম এলাকার সাখে ফটিকছড়ি ও পার্বত্য জেলার রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার সীমানা । রাউজানের ডাবুয়া ইউনিয়নের ডাবুয়া রাবার বাগান, মেলুয়া, এলাকার সাথে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার সীমানা । রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আইলী খীল, রাউজান রাবার বাগান, পুর্ব রাউজান এলাকার সাথে রয়েছে কাউখালী উপজেলার সীমানা । রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, শমশের নগর, রাণী পাড়া, ভোমর ঢালা, কদলপুর ইউনিয়নের কালকাতর পাড়া, শমশের পাড়া, দক্ষিন শমশের পাড়া, ভোমর পাড়া, দক্ষিন জয়নগর, পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, নাজিরার টিলা, জগৎপুর আশ্রম এলাকার সাথে কাউখালী উপজেলা ও রাঙ্গুনিয়া উপজেলার পোমরা পাহাড়ী এলাকার সীমানা । রাউজান উপজেলার সীমান্তবর্তী পাহাড়ী এলাকা থেকে ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন এলাকা ও রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকা থেকে প্রতিনিয়িত মাদক ব্যবসায়ীরা সিএনজি অটোরিক্সা, কার মাইক্রোবাস, যাত্রীবাহি বাসে করে পাহাড়ী চোলাই মদ পাচার করে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক, চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, শহীদ জাফর সড়ক, হলদিয়া বিলেজ রোড, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, গহিরা হোয়াকো সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক, পুর্ব রাউজান সুলতান আউলিয়া সড়ক, চান্দ মিয়া চৌধুরী সড়ক, আইলী খীল সড়ক, ডাবুয়া রাবার বাগান সড়ক, হজরত আলী হোসেন শাহ সড়ক এয়াসিন শাহ সড়ক, চিকদাইর পাঠান পাড়া সড়ক দিয়ে পাচার করে আসছে মাদক ব্যবসায়ীরা । বান্দরবান জেলার গহিন অরণ্য থেকে রাজস্থলী, বাঙ্গালহালি হয়ে চন্দ্রঘোনা হয়ে মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত ইয়াবা পাচার করে আসছে । একই ভাবে রাউজানের হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা, ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ইয়াবা ট্যবলয়েট পাচার করে মাদক ব্যবসায়ীরা । রাউজান ফটিকছড়ি সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে রাউজান সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীরা মোটর সাইকেল নিয়ে এসে ইয়াবা ট্যবলয়েট ক্রয় করে নিয়ে যায় । মাদক ব্যবসায়ীরা ইয়াবা পাচার করার সময়ে মোটর সাইকেল, বিলাসবহুল কার সহ দামী ব্রান্ডের গাড়ী ব্যবহার করে বলে একাধিক সুত্র জানায় । আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও পাহাড়ী চোলাই মদ, ইয়াবা ট্যবলয়েট উদ্বার করার পর মাদক ব্যবসায়ীদের বিরুদ্বে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে তাদের জেল হাজতে প্রেরন করলে ও মাদক ব্যবসায়ীরা জামিনে জেল থেকে বের হয়ে এসে আবারো মাদক ব্যবসা ও মাদক পাচার কাজে জড়িয়ে পড়ে। মাদক ব্যবসায়ীরা রাউজানের বিভিন্ন এলাকায় রাতে ও দিনে পাহাড়ী চোলাই মদ, ইয়াবা ট্যবলয়েট বিক্রয় করে আসছে । গত ১০ জানুৃয়ারী মঙ্গলবার দিবাগত রাতে রাউজানের হলদিয়া ইউনিয়নের আমির হাট এলাকার একটি হোটেলের পিছনে বসে পাহাড়ী চোলাই মদ ও ইয়াবা ট্যবলয়েট বিক্রয় করার গোপন সংবাদ পেয়ে রাউজান থানা পুলিশের একটি দল মাদক ব্যবসায়ীর আস্তানায় হানা দেয় । পুলিশের অভিযান চালিয়ে ১৫ লিটার পাহাড়ী চোলাই মদ, ২৫ পিস ইয়াবা ট্যবলয়েট সহ মাদক ব্যবসায়ী রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে ইয়াসিন নগর গ্রামের ফকির পাড়ার মৃত মোহাম্মদ মিয়ার ছেলে ফরহাদ মিয়া জাহেদ (৩২)একই ইউনিয়নের গর্জনিয়া এলাকার কারিগর বাড়ীর মোহাম্মদ নুরুল হকের ছেলে মোহাম্মদ নিজাম (৩৮ কে গ্রেফতার করে। পুলিশের অভিযান চলাকালে মাদকের আস্তানা থেকে মাদক্য ব্যবসায়ী মলই বড়ুয়া পালিয়ে যায় । রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন বলেন, গত ডিসেম্বর মাসে রাউজান থানায় ১১ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে । একটি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে । রাউজান থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে । গত ১০ জানুয়ারী মঙ্গলবার দিবাগত রাতে হলদিয়া আমির হাট থেকে পাহাড়ী চোলাই মদ ও ইয়াবা ট্যবলয়েট সহ দু মাদক ব্যবসায়ী জাহেদ ও নিজামকে গ্রেফতার করা হয় । তাদের বিরুদ্বে মাদক দব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে । দু মাদক ব্যবসায়ীকে গতকাল ১১ জানুয়ারী বুধবার আদালতে সোর্পদ করে পুলিশ ।