ফ্রিজে বাসি খাবার রাখায় আগ্রাবাদ এক্সেস রোডের রিটজ হোটেলে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা একটার দিকে এ অভিযান পরিচালনা করেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
তিনি বলেন, ফ্রিজে বাসি খাবার রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী হোটেলটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।