একদিনের ব্যবধানে পঞ্চগড় জেলায় ২ দশমিক ৪ ডিগ্রি কমে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। চলতি শীত মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এতে জনমনে শীতের তীব্রতা বাড়া নিয়ে আতঙ্ক দেখা দিলেও গতকাল দিনভর ছিল রৌদ্রোজ্জ্বল দিন। গত ১৫ দিনের মধ্যে গতকাল রোদের তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি। সকাল থেকে বিকাল পর্যন্ত কড়া রোদে শীতার্ত মানুষগুলো ছিল বেশ ফুরফুরে। দুপুরের দিকে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকাটাও ছিল কষ্টকর। তবে গতকাল সকাল ৯টায় চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। ৭ ডিগ্রি সেলসিয়াস মানে মাঝারি শৈত্যপ্রবাহ। গত কয়েকদিন কুয়াশা না থাকলেও পঞ্চগড় জেলায় ছিল কনকনে শীতল বাতাস। তবে গতকাল ভোররাত থেকে শুরু হয় ভারী কুয়াশা।
এতে চরম দুর্ভোগে পড়ে জেলার দুস্থ ও খেটে খাওয়া লোকজন। তবে সকাল ৯টার পর সূর্যের মুখ দেখা যাওয়ার পর থেকে সারাদিনই ছিল কড়া রোদ। অনেকদিন পর কড়া রোদের উষ্ণতা উপভোগ করে শীতার্ত মানুষগুলো। যে যার মতো করে শীতের কাপড়গুলোও রোদে শুকিয়ে নেয়। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন, গত ক’দিন থেকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে। গতকাল সকাল ৯টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। যা চলতি শীত মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। দিনে কড়া রোদের কারণে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছে। তবে আগামী ১৫ই জানুয়ারির মধ্যে আরও একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।