বিশ্বকাপ জিতে অমরত্ব পেয়েছেন লিওনেল মেসি। শিরোপা জেতায় আর্জেন্টাইন সুপারস্টারকে শুভেচ্ছায় ভাসিয়েছেন ফুটবল অঙ্গনের মানুষজন। তবে চ্যাম্পিয়ন মেসিকে কোনো বার্তা পাঠাননি তার সাবেক সতীর্থ কার্লোস তেভেজ। তার কারণ কী?
৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে তৃতীয় বিশ্বকাপ শোকেসে তোলে আর্জেন্টিনা। অধরা ট্রফি ধরা দেয় মেসির হাতে। আর্জেন্টিনা এবং মেসির সাফল্যে উল্লসিত গোটা বিশ্ব। বিশ্বসেরা ফুটবলার কাতারে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দাশ্রুও ফেলেছে ভক্ত-সমর্থকরা। তবে সামান্য শুভেচ্ছা বার্তাটুকুও পাঠাননি আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার কার্লোস তেভেজ। নিজেই তার কারণ ব্যাখ্যা দিয়েছেন তিনি। তবে তেভেজের বিশ্লেষণ শুনে নিছক অজুহাত মনে হতে পারে।
বুয়েন্স আয়ার্স ভিত্তিক রেডিও স্টেশন ‘রেডিও মিত্র’কে দেয়া সাক্ষাৎকারে তেভেজ বলেন, ‘আমি মেসিকে কোনো বার্তা পাঠাইনি। তার ফোন হয়তো অনেক ব্যস্ত ছিল।’
তেভেজের ভাষ্যমতে, নিজ দল আর্জেন্টিনার চেয়ে ফ্রান্সের খেলাতেই বেশি নজর ছিল তার। তিনি বলেন, ‘আমি কাতার বিশ্বকাপ মনোযোগ দিয়ে দেখিনি। তবে ফ্রান্সের অনেক ম্যাচ দেখেছি। কারণ, ফ্রান্স আমার পছন্দের দল ছিল।’
বিশ্বকাপে নান্দনিক পারফরম্যান্স উপহার দিয়েছেন লিওনেল মেসি। ৭ গোল করে কাতার বিশ্বকাপের সেরা নির্বাচিত হন তিনি। তেভেজ জানান, সাবেক সতীর্থ মেসির গোল উদযাপন করেছে তার তিন কন্যা- ফ্লোরেন্সিয়া, কাতিয়া ও লিতো। তেভেজ বলেন, ‘আমার সন্তানদের মেসির গোল উদযাপন করতে দেখে অনেক ভালো লেগেছে।’
২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৭৫ গোল করেছেন কার্লোস তেভেজ। আন্তর্জাতিক ক্যারিয়ারে এই মিডফিল্ডারের গোল সংখ্যা ১৩। ক্লাব ক্যারিয়ারে বোকা জুনিয়র্স, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাসের মতো বড় দলগুলোতে খেলেছেন তেভেজ।