চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম নগরী হচ্ছে ভৌগলিকভাবে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নগরী এবং বাংলাদেশের অর্থনীতির স্বর্ণদ্বার। এই নগরীকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের উন্নয়ন তরান্বিত হচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখিয়েছেন তা বাস্তবায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি বলেন, নবাগত কর্মকর্তাগণ তারুণ্যের উচ্চাস নিয়ে তাদের মেধা, সততা ও শ্রমদিয়ে উন্নতি সাধন করবে এবং প্রশিক্ষণ কর্মশালায় অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান। মেয়র বলেন, পুঁথিগত শিক্ষার পাশাপাশি বাস্তব জীবন থেকে শিক্ষা নিতে না পারলে সেই শিক্ষা কোন কাজে আসেনা। নবাগত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিনয়ী, ভদ্রতা, সততা ও ধৈর্য্যশীল না হলে কাঙ্খিত লক্ষে পৌঁছানো সম্ভব হবে না। এই বিষয়গুলোর উপর গরুত্বদিয়ে আগামী দিনে দায়িত্ব পালন করার আহ্বান জানান। আজ রবিবার বিকেলে টাইগারপাসস্থ চসিক ভবনের সম্মেলন কক্ষে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মকশার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদের সভাপতিত্বে এবং শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, নবাগত প্রকৌশলী মাহমুদ সাত্তার আমিন, অনিক দাশগুপ্ত। উপস্থিত ছিলেন- ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, গোলাম মোহাম্মদ চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ, মনিরুল হুদা, ঝুলন কুমার দাশ, আকবর আলী, বিপ্লব দাশ, প্রধান হিসাব রক্ষণ কর্মর্কা হুমায়ুন কবির চৌধুরী সহ বিভাগীয় ও শাখা প্রধানগণ।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অতীতে নিয়োগপ্রাপ্ত কর্মর্কাদের জন্য কোন প্রশিক্ষণের ব্যবস্থা ছিলনা। সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর একান্ত ইচ্ছায় সদ্য নিয়োগ প্রাপ্তদের প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করা হয়েছে। এই কর্মশালা থেকে নবাগত কর্মকর্তাগণ প্রাথমিক ধারণা পেয়েছেন। তা কর্মজীবনে সফলতার সিড়ি হিসেবে কাজ করবে। শেষে নবাগত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন