বাংলাদেশ থেকে পাচারকালে ১.৮৬ কেজি বা ১৮৬০.৫ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ভারতের ডিআরআই বিশাখাপত্তম রিজিয়নাল ইউনিটের কর্মকর্তারা। এই স্বর্ণের মূল্য এক কোটি ৭ লাখ রুপি। এ খবর দিয়ে অনলাইন দ্য হিন্দু বলছে, এ ঘটনায় জড়িত থাকায় দু’ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বার এবং বিভিন্ন খন্ড আকারে পাচার করা হচ্ছিল এসব স্বর্ণ। গোপন সংবাদের ভিত্তিতে ডিআরআইয়ের কর্মকর্তারা এক ব্যক্তিকে শনাক্ত করেন। তিনি কলকাতা থেকে শালিমার-সেকান্দারাবাদ এসি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে করে বিশাখাপত্তম রেলস্টেশনে গিয়ে নামেন ৫ই জানুয়ারি। সেখানে তাকে রিসিভ করতে উপস্থিত হন আরেকজন। তাদেরকে তল্লাশি করে পুলিশ ওই স্বর্ণ উদ্ধার করে। পরে আরও তল্লাশি করা হয় তাদের বাসস্থান ও স্বর্ণের দোকানে। সেখানে সুনির্দিষ্ট কিছু ভেজাল জাতীয় জিনিস পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই স্বর্ণ বাংলাদেশ থেকে পাচার করা হচ্ছিল। প্রথমে তা গলিয়ে স্বর্ণের বার এবং বিভিন্ন খন্ডে রূপ দেয়া হয়েছে। শনিবার বিবৃতিতে ডিআরআই কর্মকর্তারা বলেছেন, এসব কাজ করা হয়েছে কোলকাতা পৌঁছার পর। এ ঘটনায় ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আরও তদন্তের জন্য তাদেরকে রিমান্ডে নেয়া হয়েছে।