সাতক্ষীরা সীমান্ত থেকে সিরাজুল ইসলাম নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। গতকাল রাতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি সীমান্তের জিরো পয়েন্ট থেকে তাকে ধরে নিয়ে যায়।
গ্রামবাসীরা অভিযোগ করেছেন, বৈকারি গ্রামের সিরাজুল ইসলাম সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় ভারতের উত্তর ২৪ পরগনা জেলার আড়শিকড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশিকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।