২০২২ সালটা কখনো ভুলতে পারবেন না লিওনেল মেসি। বছরের শেষ দিকে পেয়েছেন জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বিশ্বকাপ ট্রফি। যে ট্রফি মেসিকে দিয়েছে অমরত্ব। নতুন বছরে নিজের পরিবার পরিজন ও ভক্তদের উদ্দেশ্যে আবেগী বার্তা দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।
স্ত্রী-সন্তানদের নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন মেসি। ক্যাপশনে লিখেছেন, ‘একটা বছর শেষ হয়ে গেল, বছরটা আমি কখনোই ভুলতে পারবো না। সারাজীবন যে স্বপ্ন দেখে এসেছি সেটি অবশেষে সত্যি হলো। কিন্তু সবকিছু অর্থহীন হয়ে যাবে যদি আমি সেটা এই সুন্দর পরিবারের সঙ্গে ভাগাভাগি না করি। এমন সেরা পরিবারই তো সবাই চায়। এবং আমার বন্ধুবান্ধরা, যারা সবসময় আমাকে সমর্থন দিয়ে গেছে।’
এরপর নিজের ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে মেসি বলেন, ‘আমাকে যারা অনুসরণ করেন, সমর্থন দেন তাদের সঙ্গেও একটা স্পেশাল স্মৃতি রাখতে চাই। তোমাদের সঙ্গে এই স্মরণীয় পথচলা ভাগাভাগি করতে পারাটা অসাধারণ ব্যাপার।
আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, তা কখনোই সম্ভব হতো না, যদি আমার নিজ দেশ, বার্সেলোনা, প্যারিস এবং বিশ্বের আরও অনেক দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন না পেতাম। আশা করি, এই বছরও সবার জন্য দারুণ হবে। আমি সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাইকে আমার আলিঙ্গন।’
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো মাদেইরায় নিজের হোটেলে পরিবার পরিজনদের সঙ্গে নতুন বছর উদযাপন করেছেন। অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা আঁতোয়ান গ্রিজম্যান তার ক্লাব সতীর্থদের সঙ্গে কাটিয়েছেন সন্ধ্যাটা। ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর রাত কেটেছে স্ত্রী সন্তান ও কাছের মানুষদের সঙ্গে। পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কিকে দেখা গেছে গার্লফ্রেন্ডকে নিয়ে পার্টি করতে।
সাবেক বার্সেলোনা তারকা আন্দ্রেস ইনিয়েস্তা সময় দিয়েছেন প্রিয়তমা স্ত্রীকে। লুইস সুয়ারেজও আনন্দ করেছেন পার্টনারকে নিয়ে।
ব্রাজিলয়ান সুপারস্টার নেইমার সবসময়ই পার্টি মুডে থাকেন। নতুন বছরের প্রথম প্রহরটা ব্রাজিলে নিজের কাছের বন্ধুদের সঙ্গে কাটিয়েছেন তিনি। সার্জিও রামোসের উদযাপনের কেন্দ্রে ছিলেন তার স্ত্রী ও দুই সন্তান।