ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ওড়ানো ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক লাইন থেকে অপসারণ করা হয়েছে। দুই ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকাল ১০টার দিকে ফের মেট্রোরেল চলাচল শুরু হয়। সকাল ১০টা ৫ মিনিটে উত্তরা স্টেশন থেকে একটি ট্রেন আগারগাঁও স্টেশনে এসে থামে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এর আগে বর্ষবরণ উদযাপনের রাতে ওড়ানো অসংখ্য ফানুস উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের বিভিন্ন স্থানে আটকে যায়। এতে সকাল ৮টা থেকে বন্ধ করা হয় মেট্রোরেল চলাচল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান জানান, সকালে সুইপিং ট্রেন এসে দেখে লাইনে ফানুস আটকে আছে। সঙ্গে সঙ্গে টেন চলাচল বন্ধ করে দেয়া হয়। সুইপিং ট্রেন সকালে চালানো হয় লাইন চেক করার জন্য। এখন পর্যন্ত ১৫টির মতো পোড়া ও আধাপোড়া ফানুস অপসারণ করা হয়েছে।
এদিকে গতকাল এক অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছিলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো আতশবাজি, পটকা কিংবা ফানুস ওড়ানো যাবে না। এমন কি উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছিলেন তিনি।
কিন্তু ডিএমপি কমিশনারের নির্দেশনা শুনেনি কেউই। রাত ১২টা বাজতেই আতশবাজি আর পটকার শব্দে কেঁপে উঠে রাজধানী। ঢাকাসহ প্রায় অধিকাংশ ভবনের ছাদ থেকেই উড়ানো হয় জ্বলন্ত ফানুস।