শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলা সদরের জলিল নগর বাস ষ্টেশন, গহিরা চৌমুহনী এলাকায় রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম দীন, চট্টগ্রাম জেলা ঔষদ প্রশাসনের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন রাজু আকন্দ রাউজান খানিা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় ঔষধের দোকানে অভিযান চালায় ।
৩১ ডিসেম্বর শনিবার সকালে অভিযান চলাকালে ৬টি ঔষধের দোকান থেকে মেয়াদ উর্ত্তিন ঔষধ, ঔষধ তৈয়ারী কোম্পানীর চিকিৎসকের কাছে দেওয়া বিক্রয় নিষিদ্ব চাম্পল ঔষধ উদ্বার করে। মেয়াদ উত্তির্ন ও বিক্রয় নিষিদ্ব ঔষধ দোকানের মধ্যে রেখে বিক্রয় করার অপরাধে ৬টি ঔষধের দোকান থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের ম্যজিস্টেট রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার । অভিযান চালানোর সংবাদ পেয়ে রাউজান উপজেলা সদর ও গহিরায় অনান্য ঔষধের দোকান বন্দ্ব করে দোকানের মালিকরা পালিয়ে যায় । রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, এই অভিযান অব্যাহত থাকবে । বার্তা প্রেরক, শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি, তারিখ, ৩১,১২, ২০২২, মোবাইল, ০১৫৫৮৬৪২২৮৫ ছবির ক্যাপশনঃ রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে কমমুল্যে টি,সি,বি”র পন্য বিক্রয় কার্যক্রম তদারকি করছেন পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে ৭শত জন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের সদস্যরা কম মুল্যে টি,সি, বি”র পন্য ক্রয় করলেন শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে ৭শত জন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের সদস্যরা কম মুল্যে টি,সি, বি”র পন্য ক্রয় করলেন। গতকাল ৩১ ডিসেম্বর শনিবার সকালে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম রাউজান গফুর আলী বোস্তামী বাজার চারাবটতল বাজারে টি,সি,বি”র ডিলারদের কাছ থেকে লাইন ধরে ৭শত মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের সদস্যরা টি,সি,বি”র পন্য ক্রয় করেন। টি, সি,বি পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম, সেলিম উদ্দিন । বার্তা প্রেরক, শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি, তারিখ, ৩১,১২, ২০২২, মোবাইল, ০১৫৫৮৬৪২২৮৫ ছবির ক্যাপশনঃ রাউজানে ঔষধের দোকানে অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার রাউজানে ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান মেয়াদ উর্র্ত্তিন ও বিক্রয় নিষিদ্ব ঔষধ রাখার অপরাধে ৬টি ঔষধের দোকান থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলা সদরের জলিল নগর বাস ষ্টেশন, গহিরা চৌমুহনী এলাকায় রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম দীন, চট্টগ্রাম জেলা ঔষদ প্রশাসনের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন রাজু আকন্দ রাউজান খানিা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় ঔষধের দোকানে অভিযান চালায় । গতকাল ৩১ ডিসেম্বর শনিবার সকালে অভিযান চলাকালে ৬টি ঔষধের দোকান থেকে মেয়াদ উর্ত্তিন ঔষধ, ঔষধ তৈয়ারী কোম্পানীর চিকিৎসকের কাছে দেওয়া বিক্রয় নিষিদ্ব চাম্পল ঔষধ উদ্বার করে। মেয়াদ উত্তির্ন ও বিক্রয় নিষিদ্ব ঔষধ দোকানের মধ্যে রেখে বিক্রয় করার অপরাধে ৬টি ঔষধের দোকান থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের ম্যজিস্টেট রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার । অভিযান চালানোর সংবাদ পেয়ে রাউজান উপজেলা সদর ও গহিরায় অনান্য ঔষধের দোকান বন্দ্ব করে দোকানের মালিকরা পালিয়ে যায় । রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, এই অভিযান অব্যাহত থাকবে ।