আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই সকল শিশুকে আর্দশ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি চর্চা ও চিত্রাংকনের কোন বিকল্প নেই। শিশুদের মধ্যে লুকায়িত সুপ্ত প্রতিভা বিকাশে চিত্রাংকন প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। যেকোন সৃজনশীল প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের চিন্তাধারাকে প্রসারিত করে।
আজ বিকেলে ৩০ ডিসেম্বর সঙ্গীত পরিষদ আয়োজিত ২৪তম চিত্র প্রদর্শনী ও চিত্রাংকন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন রোটারী ডিস্ট্রিক ৩২৮২ এর ডেপুটি গর্ভনর রোঃ সাইফুল হুদা সিদ্দিকী, রোটারী ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল এর সভাপতি সৈয়দ তাজউদ্দিন ও রোঃ মীর নাজমুল আহসান রবিন। স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ সাজেদুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সম্পাদক তাপস হোড়, বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিত্রশিল্পী অধ্যাপক নাসিমা আখতার, প্রায় ২৫০ শতাধিক ক্ষুদে চিত্রশিল্পী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সমগ্র অনুষ্ঠান সঞ্চালক ছিলেন অধ্যাপক দেবাশীষ রুদ্র। অনুষ্ঠানে ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে ও তুমি’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিষদের ছাত্র-ছাত্রীরা সঙ্গীত পরিবেশন করে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের শিক্ষক-শিক্ষিকা যথাক্রমে বনানী চক্রবর্তী, মৌসুমী কর, অন্তরা দাশ, হ্যাপী ঘোষ, অনঞ্জন দাশ, সুখরঞ্জন হালদার, শম্পা ভট্টাচার্য্য, প্রিয়ম কৃষ্ণ দে, প্রান্ত আচার্য্য, দিপ্তী মজুমদার, দীপ্ত দত্ত, পলাশ চক্রবর্ত্তী, শিউলী মজুমদার, দেবাশীষ দাশ প্রমুখ। তিনটি বিভাগে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার ‘ক’ বিভাগে ১ম হয়েছে মেঘা দত্ত, ২য় অনিকা চৌধুরী, ৩য় জয়দীপ দে, ‘খ’ বিভাগে ১ম হয়েছে নবনীতা চৌধুরী, ২য় সামিয়া ইসলাম, ‘গ’ বিভাগে ১ম হয়েছে সাহেদুল ইসলাম সামিন, ২য় স্বর্ণা বড়ুয়া, ৩য় সুবাহানা শওকত।