২০২২ প্রায় শেষ। আর এই শেষদিকে এসে সুসংবাদ দিলেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান। নতুন ৩টি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। আর এ ৩ ছবির কাজই শুরু হবে নতুন বছরে। এরইমধ্যে ‘দ্য ফ্রড’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন শফিক হাসান। আর চিত্রনাট্য দেলোয়ার হোসেন দিল’র করা। ছবিটিতে অধরা চুক্তিবদ্ধ হলেও নায়ক এখনো পাকাপাকি হয়নি। অধরা বলেন, ছবিটির গল্প বেশ আলাদা। এখানে আমার চরিত্রটাও প্রতারকের।
চ্যালেঞ্জিং মনে হয়েছে আমার কাছে। আশা করছি খুব ভালো কিছু হবে। জানা গেছে, এ ছবিটির ৭০ ভাগ শুটিং হবে ইউরোপে। আর নতুন বছরের ফেব্রুয়ারি থেকেই শুরু হবে শুটিং। এ ছবি ছাড়াও সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মণ্ডের নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন অধরা। এ ছবিটিতেও তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন আজ-কালের মধ্যে। এ ছবিটির শুটিংও শুরু হবে জানুয়ারিতে। অন্যদিকে আরও একটি ছবির কাজও নতুন বছরে শুরু করবেন বলে জানালেন অধরা। গ্ল্যামারার্স এ নায়িকা বলেন, আমি আসলে ভালো কাজের জন্য অপেক্ষা করছিলাম। এবার ব্যাটে-বলে মিলে যাওয়ায় ৩টি ছবিতে কাজ করতে যাচ্ছি। ৩টি ছবিতে আমার চরিত্র তিন রকম। আশা করছি খুব ভালোভাবে ছবিগুলোর কাজ শেষ করতে পারবো।