বন্দর নগরী চট্টগ্রামের বিখ্যাত ২০০ বছরের পুরোনো এই দোকান সম্পর্কে বলা হয়ে থাকে “ যাহা নাই এই জগতে তাহা মিলিবে পীতাম্বর শাহর দোকানে ”
বাঘের দুধ থেকে শুরু করে সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে। পীতাম্বর শাহ’র দোকানের সুনাম ছড়িয়ে আছে দেশে-বিদেশে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো দুশ বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মে তারা একই পদ্ধতিতে ব্যবসা করে যাচ্ছেন। বর্তমানে দোকানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির গোড়া পত্তনকারী পীতাম্বর শাহ’র চতুর্থ প্রজন্ম। দিন বদলের ভীড়ে ব্যতিক্রম নগরীর পীতাম্বর শাহ’র দোকান।
যেখানে এখনো টিকে আছে হালখাতার ঐতিহ্য। নববর্ষে এখনো এই দোকানে পালন করা হয় হালখাতা উৎসব। বলা যায় বাঙালী ঐতিহ্যের বিলুপ্ত প্রায় অনুষঙ্গ এই হালখাতার শেষ আশ্রয় বন্দরনগরী চট্টগ্রামের খাতুনগঞ্জে অবস্থিত এই পীতাম্বর শাহ’র দোকান।