কুয়াশা ঢাকা ভোর থেকেই মেট্রোরেলের রাজধানীর আগারগাঁও স্টেশনে দর্শনার্থী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে প্রথমদিনেই মেট্রোরেলে ওঠার জন্য তারা আগারগাঁও স্টেশনে এসেছেন। এতে স্টেশনের নিচে ফুটপাতে দীর্ঘলাইন তৈরি হয়। যাত্রীরা বলছেন, বাংলাদেশের জন্য মেট্রোরেল একটি নতুন মাইলফল। তাই তারা প্রথম দিনেই এই মেট্রোরেলে চড়ে মাইলফলকের অংশ হতে চান।
বৃহস্পতিবার ভোর থেকেই মেট্রোরেলের ওঠার জন্য দর্শনার্থী যাত্রীরা ভিড় করেন। দীর্ঘ লাইনের কারণে অধিকাংশ অফিসগামী যাত্রীদের বাসে চড়েই গন্তব্যে যেতে দেখা গেছে।
সকাল সাড়ে ৭টায় সামিউল ইসলাম ও রফিকুল ইসলাম নামের দুই শিক্ষার্থী মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে এসেছেন। সামিউল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশ একটা প্রকল্প চালু করেছে। এটা বিদেশে দেখেছি। এখন বাংলাদেশে দেখছি। এটা আনন্দের বিষয়।
প্রথমদিন দেখে একটু ভিড় বেশি। তবে আনন্দের কমতি নেই।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আলমগীর বলেন, সকাল ৭টা ৪৫ মিনিটে। ভোগান্তি হিসেবে দেখছিই না। উচ্ছ্বাস রয়েছে। ভালো লাগছে। বাংলাদেশে এমন একটা মেগা প্রজেক্টের বাস্তবায়ন দেখছি। আমরা খুব এক্সাইটেড।
উত্তরা থেকে বাসে চড়ে ময়মনসিংহ যাবেন ইঞ্জিনিয়ার আমানউল্লাহ ভূইয়া। তিনি বলেন, মেট্রোরেলে করে উত্তরা যাচ্ছি। সেখান থেকে বাসে উঠব। বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। অতীতে আশা করিনি আমার মৃত্যুর আগে এমন প্রকল্প দেখে যাবো। এটা হওয়ার পর খুব আনন্দ লাগছে।