প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আকবর শাহ থানা জাসাসের র্যালী জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে আকবর শাহ থানা জাসাসের উদ্যোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে চিটাগাং শফিং কমপ্লেক্স এলাকায় প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী বের করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক আলী আজম চৌধুরী বলেন, বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ ও রক্ষা করার জন্য শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান জাসাস প্রতিষ্ঠা করেন।জিয়াউর রহমানের কালজয়ী দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা এবং বিএনপিকে গতিশীল করতে জাসাসের ভূমিকা অপরিসীম। তিনি বর্তমান সরকারের রাষ্ট্র ও জনগন বিরোধী সব কর্মকাণ্ডের নিন্দা জানান এবং সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পূন:উদ্ধারে জাসাস জোরালো ভুমিকা বাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের সাবেক সহ তথ্য ও গবেষণা সম্পাদক নাজমা সাঈদ, চট্টগ্রাম মহানগর জাসাসের আহবায়ক এম এ মুছা বাবলু, সদস্য সচিব মামুনুর রশিদ শিপন, যুগ্ম আহবায়ক শেখ জামিল হোসেন, সৈয়দ জিয়া উদ্দিন, ফজলুল হক মাসুদ, মাঈনুদ্দীন মঈন, মহীউদ্দিন জুয়েল, আকবর শাহ থানা জাসাসের সভাপতি আব্দুল হান্নান শিবলী, জাসাস নেতা মো. মানিক, ইমরান হোসেন, হুমায়ুন কবির, নজরুল ইসলাম প্রমূখ।