রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে হ্যাপী আকতার নামে অগ্নিদগ্ধ এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই গৃহবধু রাউজান উপজেলার উরকির ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মোইশকরম গ্রামের হানিফ শেঠের বাড়ির মো. রাসেলের স্ত্রী। নিহতের দেবর বলছেন রান্নাঘরের আগুন লেগে দগ্ধ হন, স্থানীয় ইউপ সদস্য বলেছেন মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজেই গায়ে আগুন দিয়েছিল। জানা যায়, ৫দিন আগে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় লোকজন জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। নিজেকে নিহতের দেবর পরিচয় দিয়ে রনি নামে এক যুবক বলেন, রান্না করার সময় শাড়ীতে আগুন লাগার পর তাকে মেডিক্যালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধুর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে বিষয়টি অস্বীকার করেছে নিহতের স্বামীর পরিবার। স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ শাহা বলেছেন, ওই গৃহবধু মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দগ্ধ হন। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, ‘এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে খবর পেয়ে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নালকে পাঠিয়েছি। তিনি ঘটনাস্থল থেকে আসলে বিস্তারিত জানতে পারব।’ ঘটনাস্থলে থাকা নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিবারের দাবি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেতেন। শ্বশুর বাড়ির লোকজন রান্না ঘরের আগুন লেগে দগ্ধ হয়েছে বলে দাবি করছে। বিষয়টি আমরা তদন্ত করছি। পরে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য গত তিন বছর আগে রাসেল’র সঙ্গে হ্যাপি আকতারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে মোনতাহা নামে দুই বছর বয়সী এক সন্তান রয়েছে।
রাউজানে রহস্যময় আগুনে দগ্ধ গৃহবধুর মৃত্যু
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন