সরকার পতনে বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে লিয়াজোঁ কমিটির প্রথম বৈঠক আজ। বিকেল তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে অংশ নিবেন বিএনপি ও গণতন্ত্র মঞ্চ লিয়াজোঁ কমিটির সদস্যরা। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের একটি সূত্র মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, বুধবার বিকেল তিনটায় যুগপৎ আন্দোলনে গঠিত গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বিএনপি’র লিয়াজোঁ কমিটির বৈঠক করবেন। আগামী ৩০শে ডিসেম্বর ঢাকার গণমিছিল বাস্তবায়ন নিয়ে লিয়াজোঁ কমিটি আলোচনা করবেন।
এ ব্যাপারে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে তিনি মানবজমিনকে বলেন, বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে গণতন্ত্র মঞ্চ লিয়াজোঁ কমিটির বৈঠক হতে পারে।