চট্টগ্রামে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আঞ্জুমান আরা (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আঞ্জুমান আরা নগরীর ডবলমুরিং এলাকার বাসিন্দা। এ নিয়ে চলতি ডিসেম্বর মাসে ৮ জনের মৃত্যু হলো।
সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ডেঙ্গু উপসর্গ নিয়ে আঞ্জুমান আরা ২৬ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়। একমাস পর ২৬ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে এ বছর চট্টগ্রামে ৪১ জন ডেঙ্গুতে মারা যায়। এর মধ্যে ১৪ জন পুরুষ, ১৪ জন নারী ও ১৩ জন শিশু।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৩ জন। এবার মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪১৩ জন।