শফিউল আলম. রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের পশ্চিম রাউজান জারুলতলা এলাকার ভুইয়ালা বাড়ীর মৃত শফির পুত্র প্রতিবন্দ্বী ইকবাল তার বসত ভিটায় গভাদি পশু লালন পালন করে তার অসহায় মাতা ভেদুরা বেগমকে নিয়ে অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করেন । গত ১ ডিসেম্বর বুধবার দিবাগত রাতেই প্রতিবন্দ্বী ইকবালের বসতঘরের পাশে গোয়াল ঘর থেকে একটি গাভী বাচুর সহ ও একটি ষাড় তিনটি গরু চুরি করে নিয়ে যায় দুবৃত্তরা । তিনটি গরুর বাজার মুল্য ২লাখ টাকা বলে জানান প্রতিবন্দ্বী ইকবাল । প্রতিবন্দ্বী ইকবালের মাতা ভেদুরা বেগম তার প্রতিবন্দ্বী পুত্র ইকাবালের তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ায় কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার আসহায় পুত্রের তিনটি গরু ফিওে পেতে প্রশাসন সহ সকলের সহায়তা চাই। এ ব্যাপারে রাউজান ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার জহির উদ্দিন বলেন, রাতেই প্রতিবন্দ্বী ইকবালের তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার পর গতকাল রাউজানের বিভিন্ন এলাকায় ঘুরে চুরি কওে নিয়ে যাওয়া গরুর কোন হতদিস পাওয়া যায়নি । প্রতিবন্বী ইকবাল বলেন , গরু চুরি ঘটনার ুিবষয়ে রাউজান থানায় অভিযোগ করা হয়েছে । এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুনের কাছে জানতে চাইলে, ওসি আবদুল্ল্রাহ আল হারুন বলেনম গরু চুরির ঘটনার বিষয়ে থানায় কোন দেওয়া হয়েছে কিনা আমি অবগত নয় । দায়িত পালনকারী ডিউটি অফিসারের বাছে অভিযোগ করছে বলে মনে হয় ।
প্রতিবন্ধীর তিনটি গরু নিয়ে গেলো তারা
সংবাদটি শেয়ার করুন