শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৭ ও ৮নং ওয়ার্ডে সাহানগর সাপলঙ্গা সড়কে সড়ক বাতি জ¦লিয়ে এলাকা আলোকিত করলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ । রাউজান পৌরসভার ৭নং ও ৮নং ওয়ার্ডের সাহানগর, সাপলঙ্গাও রাউজানের হিংগলা, দক্ষিন হিংগলা কলমপতি এলাকার বাসিন্দ্বাদের চলাচলের সড়ক সাহানগর সাপলঙ্গা সড়ক । এলাকার বাসিন্দ্বাদের চলাচলের সড়ক সাহানগর সাপলঙ্গা সড়ক দিয়ে প্রতিদিন রাতেই অ›ন্দ্বকারে মধ্যে চলাচল করে। এলাকার বাসিন্দ্বাদের রাতেই চলাচল করার জন্য রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ সাহাসগর সাপলঙ্গা সড়কে সড়ক বাতি স্থাপন করেন । গতকাল ২ ডিসেম্বর বৃহস্পতিবার সন্দ্ব্যায় সাহানগর সাপলঙ্গা সড়কে বিদ্যুৎ লাইনের সুইচ টিপে সড়ক বাতির উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ । সড়ক বাতি উদ্বোধনের পর সড়ক বাতির আলোতে এলাকা আলোকিত হয়ে উঠে । এলাকার বাসিন্দ্বারা সড়ক বাতির আলো পেয়ে আনন্দে মেতে উঠে । সড়ক বাতি উদ্বোধনের সময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, আজাদ হোসেন, মহিলঅ কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি,মোহাম্মদ শফি, খোরশেদ আলম শরীফ, এডভোকেট হামেদ হাসান শায়ান, যুবলীগ নেতা সাবের হোসেন, মিজানুল হক, বাবুল, শফি, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, বেলাল হোসেন সিফাত, ফযসাল মাহমুদ, মনির হোসেন, মে,াঃ আরফাত প্রমুখ ।
সাপলঙ্গা সড়কে সড়ক বাতি
সংবাদটি শেয়ার করুন