সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে কাজ করতে গিয়ে লোহার আঘাতে মো. মনির (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল দশটার দিকে সলিমপুর সাগর উপকূলে এনবি শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির সলিমপুর গ্রামের মৃত মনছুর আহমেদের ছেলে।
স্থানীয়রা জানান, এনবি শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন মো. মনির। পরে ইয়ার্ডের অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, শিপ ইয়ার্ডে লোহার আঘাতে মো. মনির নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।